সতর্ক দক্ষিণ পূর্ব রেল,চেন ও লক প্যাড দিয়ে রেল ইয়ার্ডে থাকা সমস্ত ট্রেনের চাকা আটকে দেয়া হলো

অবতক খবর, সংবাদদাতা :: আমফানের থেকে শিক্ষা নিয়ে এবার অতিরিক্ত সতর্ক দক্ষিণ পূর্ব রেল। যশ আছড়ে পড়ার আগে রেলের ইঞ্জিন ও রেল বগিতে চেইন ও তালা দিয়ে আটকে রাখার উদ্যোগ নিয়েছে রেল আধিকারিকরা। সেই নির্দেশ মতো মঙ্গলবার সকাল থেকে তৎপরতা শুরু হয় বর্ধমান স্টেশনে।

ঝড়ের গতিপথ কিছুটা পরিবর্তন হলেও কোনও ঝুঁকি নিতে নারাজ রেল কতৃপক্ষ। বর্ধমান স্টেশনের এক রেল আধিকারিক বলেন, আমাদের সাথে ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের বৈঠক হয়েছে। চেন ও লক প্যাড দিয়ে রেল ইয়ার্ডে থাকা সমস্ত ট্রেনের চাকা আটকে রেখা হচ্ছে যাতে হওয়ার বেগে ট্রেন গড়াতে না শুরু করে দেয়।

এক রেলকর্মী জানান যে তাদের বলা হয়েছে সকল দাঁড়িয়ে থাকা ট্রেন ইঞ্জিন ও কোচ গুলি কে হ্যান্ড ব্র্যাক ও পিস্টন গুলি জাম করে দিতে। তাছাড়া চাকার নিচে লোহার গুটকা লাগিয়ে দেয়া হয়েছে যাতে কোনো অবস্থায় এই দাঁড়িয়ে থাকা ট্রেনের চাকা ঝোড়ো হওয়ার জেরে গড়াতে না শুরু করে দেয়।