এবার একটু অন্য ধরনের লেখা লিখি। বাস্তব ঘটনাকে গণিতে রূপান্তর করা যায় কিনা দেখুন

সচিত্র অঙ্ক পরীক্ষা
তমাল সাহা

এক)
স্বচ্ছ অভিযান

একটি স্বচ্ছ অভিযানে ধোপদুরস্ত সুটেড বুটেড অফিসাররা প্রতি বছর একবার করে ঝাড়ু হাতে অভিযানে নামে।

এভাবে সমগ্ৰ ভারত স্বচ্ছ করতে আরো কত অফিসার নিয়োগ করতে হবে বলো?
এর জন্য কত সংখ্যক ঝাড়ু কিনতে হবে এবং কতদিনে ভারত সাফাই বা স্বচ্ছ হবে বলো?

পুনশ্চঃ পেছনের পৃষ্ঠায় রাফ করবে এবং অবশ্যই অফিসারদের ছবি আঁকবে। মহিলা অফিসার থাকলে তার ছবি বড়ো হবে।

দুই)
আমফান-ত্রাণ

বঙ্গোপসাগর উপকূলে আমফানে বিধ্বস্ত মানুষ।
অসংখ্য মানুষ গৃহহীন এবং ত্রাণ শিবির খোলা হয়েছে।

মগে করে বিতরণ করা হবে ঝোলা খিচুড়ি।
নয় থেকে দশজন মাতব্বর একটি মগের হাতল সম্মিলিতভাবে ধরে এক একজন দুর্গতকে বিতরণ করবেন সেই খিচুড়ি।

কারণ ত্রাণের চেয়ে ত্রাণদাতাদের মুখ দেখানো বেশি জরুরি।

লক্ষ লক্ষ পীড়িত মানুষকে সেই খিচুড়ি বিতরণ করতে কত মাতব্বর প্রয়োজন?

কতদিন সেই খিচুড়ি বিতরণ হবে এবং এর জন্য কত মগ লাগবে তার সংখ্যা নির্ণয় কর।

এদের মধ্যে কতজন চালচোর
ও ত্রাণের টাকা গায়েবকারী আছেন তা সিঁড়িভাঙা সরল পদ্ধতিতে কষে বার করো।

পুনশ্চঃ বিতরণের ছবি এঁকে উত্তর দিলে বিশেষ নম্বর দেওয়া হবে। কিছুতেই চোর বা গায়েবকারীর ছবি আঁকবে না, বিপদের ঝুঁকি নেবে না।

তিন)
কাটমানি

একটি দল তার কর্মকাণ্ডে সততা এবং অনুপ্রেরণা শব্দ দুটি সচেতনভাবে ব্যবহার করে থাকে।
সেই দলটির নেতা থেকে কর্মীরা সকলেই কাটমানির সঙ্গে যুক্ত।

এই কাটমানিখোরদের দল থেকে তাড়ানোর জন্য কোনো আইনগত প্রক্রিয়া অবলম্বন করা হবে কিনা বলো?
প্রশাসন কতদিনে এবং কি পরিমাণ কাটমানি উদ্ধার করতে পারবে নির্ণয় কর।

এভাবে এই দলটি কতদিনে সংশোধিত হবে অথবা
দলটি উদ্বায়ী হয়ে যাবে কিনা বলো?

প্রশাসক নিজেই যদি কাটমানি খেয়ে থাকেন প্রমাণ হয়,তবে প্রশ্নকর্তার গর্দান যাবে কিনা বলো?

পুনশ্চঃ বিচারব্যবস্থা যাতে সক্রিয় হয়, তার জন্য হাইকোর্টের একটা ছবি এঁকে দিতে পারো। সঙ্গে প্রশ্নকর্তার জন্য একটি ফাঁসির দড়িও এঁকে রাখো।

চার)
সবকা বিকাশ

একটি দল স্লোগান তুলেছে, ‘সবকা সাথ সবকা বিকাশ’।

সেই দলটির নেতা-কর্মীদের দ্বারা আদিবাসী, দলিত এবং সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে।

সেই দলটি আর কতদিন নির্যাতন চালাতে পারলে আদিবাসী, দলিত এবং সংখ্যালঘুরা
সমগ্র দেশ থেকে নিঃশেষ হয়ে যাবে নির্ণয় কর।

এদের সম্পূর্ণ নিঃশেষ করতে কি কি অস্ত্রের প্রয়োজন এবং তার পরিমাণ কত ঐকিক নিয়মে কষে দেখাও।

এর ফলে দেশের জনসংখ্যার প্রেক্ষিতে গোরক্ষক ও গোমাতা ভক্তদের সংখ্যা শতকরা কত বৃদ্ধি পাবে বলো?

পুনশ্চঃ একজন গোরক্ষকের রঙিন ছবি এঁকে উত্তরপত্রে জুড়ে দেবে।