অবতক খবর, ২৬ জানুয়ারিঃ ৭১তম প্রজাতন্ত্র দিবসে হালিশহর পৌরসভা শহরবাসীকে দিল এক বিশেষ উপহার। ২৬শে জানুয়ারি হালিশহর বিপিনবিহারী গাঙ্গুলী পার্কে “কফি হাউসের আড্ডা” নামক একটি স্টল উদ্বোধন করা হল হালিশহর পৌরসভার উদ্যোগে। এদিন প্রবাদ প্রতিম সংগীত শিল্পী মান্না দে’র জন্ম শতবর্ষে হালিশহর পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে একটি স্মারক ফলকের উদ্বোধন করা হয়।

এদিন সন্ধ্যায় স্টলটি উদ্বোধন করেন শ্রী সুপর্ণ কান্তি ঘোষ। সভাপতিত্ব করেন পৌরসভার পৌর প্রধান অংশুমান রায়। এছাড়াও এদিন সন্ধ্যায় সেখানে আয়োজিত হয় সান্ধ্যকালীন অনুষ্ঠান। অনুষ্ঠানে শেষে কফির কাপে চুমুক দিতে দিতে জমে ওঠে আড্ডা। আর এইখানেই মনে পড়ে যায় মান্না দে’র সেই বিখ্যাত গান “কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই”।

এ প্রসঙ্গে পৌর প্রধান অংশুমান রায় বলেন,’বর্তমানে মানুষের যেরকম জীবনযাত্রা তাতে একটুও অবকাশ নেই। পৌরসভার উদ্যোগে মান্না দে’র প্রতি শ্রদ্ধা জানিয়ে হালিশহরবাসীদের জন্য এটি একটি উপহার। শত ব্যস্ততার মধ্যেও আট থেকে আশি সকলেই যাতে সময় বের করে এই স্টলে বসে একটু আড্ডায় মজে ওঠে সেই কারণেই এই উদ্যোগ।’ তিনি বলেন,’আমি আরো চাই এই আড্ডা রীতিমতো একটা সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠুক। ‌

এইখানে চলুক সমসাময়িক জীবন নিয়ে আলোচনা। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যেরকমই হোক না কেন,এতে অঞ্চলের সমাজজীবন অত্যন্ত উন্নত হয় এবং সেটা তাহলে হয়ে উঠতে পারে কলকাতা কফি হাউসের মতো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যেখানে ছাত্র, যুব, শিক্ষকরা,শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আড্ডা দেবেন। বর্তমান সময়ে কি পরিস্থিতি, মানুষ কি অবস্থায় আছে, বর্তমান দুঃসময়ে আমাদের কি কর্তব্য কি কি ভূমিকা নেওয়া উচিত, সেসব যেন আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।’