অবতক খবর,৪ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল ,পূর্ব বর্ধমানঃ সারা রাজ্যের সঙ্গে  মন্তেশ্বর ব্লকেও ১লা এপ্রিল থেকে ষষ্ঠ পর্যায়ের দুয়ারের সরকার শিবির আরম্ভ হয়েছে। আজ মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকারের শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে বেগুনপুর, খাপুর, হোসেনপুর সহ বিভিন্ন গ্রামের মানুষজন বিনা পয়সায় চোখের আলো প্রকল্পপে, চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরে সুগার, পেশার, সহ এলাকার প্রায় ২০০জন মানুষজনদের চক্ষু ও স্বাস্থ্যপরীক্ষা করানো হয়।

মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল টিম আসেন এই শিবিরে।

তার সঙ্গে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বকেয়া বিদ্যুৎ বিল , পাট্টা প্রদান, , বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সহ সরকারের৩৪ টি প্রকল্পের সুবিধা গ্রহণ নেওয়ার জন্য মানুষজন আসেন।

শিবিরের মোটামুটি ভিড় ছিল। শিবিরের পরিকাঠামো নিয়ে পরিষেবা নিতে আসো মানুষজন খুশি।

শিবির পরিদর্শনে আছেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ পঞ্চায়েত প্রধান ছন্দা রায় সহ ব্লকের আধিকারিকরা ও বাঘাসন গ্রাম পঞ্চায়েতের সদস্য।