অবতক খবর,বহরমপুর,২৩ শে নভেম্বর: রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত সব শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষা কর্মী সংগঠনের যৌথ মঞ্চের মিছিলে উত্তাল হল এ দিন বহরমপুর শহর । মিছিল ডিআই অফিস থেকে শুরু হয়ে লালদীঘি, সমবায়িকা মোড় ,রানীবাগান মোড়, গির্জা মোড় টেক্সটাইল মোড় ছুঁয়ে ডিএম অফিস ঢুকতে গেলে পুলিশ ট্রাফিক মোড়ে বাধা দিয়ে দেয়। সেখানে আন্দোলনকারীরা বকেয়া সহ ৩৫ শতাংশ মহার্ঘভাতা, শূন্য পদ পুরন, অস্থায়ী শিক্ষক কর্মচারীদের স্থায়ীকরণ সহ মোট তিন দফা দাবিতে সেখানে বিক্ষোভ দেখা দেখাতে থাকে । বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল ডি এম অফিসে ডেপুটেশন দেয়। এ দিনের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন এবিটিএ এর দুলাল দত্ত , জুলফিকার আলী এবি পি টি এ এর নবেন্দু সরকার, মাহমুদুল হাসান সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত যৌথ মঞ্চের সদস্য সদস্যরা।