অবতক খবর,২১ আগস্ট,বাঁকুড়া:- রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের দীর্ঘদিনের প্রাক্তন পৌর চেয়ারম্যান তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর,বিষ্ণুপুরের রাস্তাঘাটসহ একাধিক কাজের অনিয়ম ছিল, এ নিয়ে বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে বছর দুয়েক আগে অভিযোগ জমা পড়ে। ওই ঘটনা খতিয়ে দেখার পর বিষ্ণুপুর মহকুমা শাসক প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের ভিত্তিতে আজ সকালে নিজের বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জীকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল।

তবে শ্যামাপ্রসাদ মুখার্জীকে সংবাদমাধ্যম প্রশ্ন করলে তিনি জানান, আমাকে কোনো নোটিশ করা হয়নি এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না।

যদিও তিনি ইঙ্গিত করেছেন এটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।
এরপর বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুর কোর্টে তুলল শ্যামাপ্রসাদ মুখার্জীকে।