শ্যামনগরে ভাঙলো রেলগেট

নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::শ্যামনগর::২১ডিসেম্বর::শ্যামনগর 24 নম্বর রেলগেট সংলগ্ন রেললাইনে কাজ চলছিল। এমনিতেই ব্যস্ততম রেলগেট এটি।

তার ওপরে শ্যামনগরে চলাকালীন পৌষ মেলার জন্য আরো ব্যস্ততম হয়ে পড়েছে এই রেলগেট। আজ সকাল আটটা থেকে রেলের কাজ চলছিল রেলগেট সংলগ্ন রেললাইনে।

 

দুপুর ১২ টা  নাগাদ একটি মিনি ট্রাক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রেলগেটে ধাক্কা মারে। এবং রেলগেটটি ভেঙে জঞ্জাট তৈরী হয়।ফলে মানুষদের ভিড় বাড়তে শুরু করে।জনতা উত্তেজিত হয়ে যায়|

কিছুক্ষণ পর জিআরপি এবং আরপিএফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।এবং বিকল্প গেট বসানো হয়।ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে । ট্রেন চলাচল কিছুক্ষনের জন্য ব্যাহত হয়।

জিআরপি এবং আরপিএফএর দাবি সাধারণ মানুষ তাদের কথা না শুনেই ২৪ নম্বর রেলগেটে ব্যবহার করছে ।যার জেরে নতুন গেট কাজ ব্যাহত হচ্ছে ।৩ টের পর নতুন গেট লাগানোর প্রক্রিয়া শেষ হয় ।