অবতক খবর,৯ মে,চাকুলিয়া: শৌচালয়ের গর্ত খোঁড়ার সময় প্রাচীন আমলের পুরনো মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বসতপুর এলাকায়।

স্হানীয় সূত্রে জানা গেছে বসতপুর এলাকার বাসিন্দা মহম্মদ আলম এক ব্যক্তি তার বাড়িতে শৌচালয়ের ট্যাঙ্কির জন্য গর্ত খোঁড়ার কাজ চলছিল। তখন আচমকা একটি মাটির হাড়ির বেড়িয়ে আসে। সেই মাটির হাড়িটি উপরে তুলে ভাঙলে কিছু পুরনো মুদ্রা উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ ওই ব্যক্তির বাড়িতে সেই মুদ্রা দেখতে ভির জমাতে শুরু। স্হানীয় বাসিন্দাদের দাবি বহু পুরনো কিছু তামার মুদ্রা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। পুলিশ ওই মুদ্রা গুলি উদ্ধার করে কানকি ফাঁড়িতে নিয়ে যায় বলে স্হানীয়রা জানিয়েছেন।