অবতক খবর,৫ জুন: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এর রেয়াপারাতে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন রাজ্যের ল্যান্ড পলিসি নেই তাই রাজ্যে শিল্প নেই, ৪৫ লক্ষ লোক বাইরের রাজ্যে চলে গেছে এই রাজ্যে কর্মসংস্থান না থাকার জন্য ১০ বছরের পরিসংখ্যান ছেড়ে দিন, ১ বছর এ অনেক শিল্প তারিয়েছেন।


নৈহাটি, চন্দন নগর ভদ্রেশ্বর এর জুটমিল, ইত্যাদি প্রভূত কারখানা বন্ধ করেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার আগে বেকার ছিল ১ কোটি, বলেছিলেন কর্মসংস্থান এর ব্যাবস্থা করবেন কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বেকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি। এই মুখ্যমন্ত্রীর মিথ্যা লগ্নে জন্ম বলেও দাবি বিরোধী দলনেতার।