অবতক খবর :: শিলিগুড়ি :: ৮ জুন :: ‌ এবার ক্রিকেট স্টেডিয়ামের জন্য আন্দোলনের পথে নামছে শিলিগুড়িবাসী?‌ এনিয়ে চাপানউতোর চলছে শহরের বিভিন্ন ক্লাব থেকে মাঠে–ময়দানে।

প্রশ্ন উঠেছে একাধিক আন্তর্জাতিক মানের ক্রিকেটার এখান থেকে উঠে এলেও কোনও ক্রিকেট স্টেডিয়াম নেই কেন?‌ বিকল্প ব্যবস্থা না করে কেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে টার্ফের পিচ সরিয়ে নেওয়া হল?‌ যে শহর থেকে জাতীয় দলে জায়গা করেছেন ঋদ্ধিমান সাহা, আবদুল খালেক ও রিচা ঘোষরা। তারপরেও ক্রিকেট কেনও ব্রাত্য শিলিগুড়িতে?‌ তবে এবার আন্দোলনের পথই বেছে নিচ্ছেন শিলিগুড়িবাসী?