শৃঙ্খল মোচন
তমাল সাহা

শ্রম ও পুঁজি, রুটি ও রুজি
চারটি শব্দে চলে দুনিয়া–
খুব ভালো করে বুঝিয়েছিলেন তিনি

ইস্তেহারে বলেছিলেন,
শ্রেণিসংগ্রামের কথা
তাঁর আগে দুনিয়ায় সোচ্চারে
কেউ এসব বলেননি।

প্রোলেতারিয়েতদের হারানোর কিছুই নেই, শুধুই শেকল
শ্রমজীবী ছাড়া সভ্যতা, এই দুনিয়া বিকল।

শোষণ শব্দটি থাকবে না অভিধানে–
আসল মানুষেরাই থাকে
কলে- কারখানায়,খনি- খাদানে।
জয় করবার জন্য আছে সমগ্র দুনিয়া,
লড়াই একমাত্র পথ ও প্রক্রিয়া !

পৃথিবী নিজের শ্রমে সূর্যকে করে প্রদক্ষিণ।
শেখো তার কাছে, রক্তে আনো তুফান–
ওই দেখো! লাল পতাকা উড্ডীন।

কার্ল মার্ক্স মহান শিক্ষক
কিবা এসে যায়
কবে তার মৃত্যুদিন জন্মদিন!
তিনি তো শ্রমিকের সঙ্গে প্রতিদিন।