অবতক খবর,সংবাদদাতা, হাওড়া :: ডোমজুড় স্বাস্থ্য ও পরিবেশ মেলা আজ থেকে অর্থাৎ ১লা জানুয়ারী ২০২০ থেকে এক অভিনব বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হলো ও চলবে আগামী ৫ই জানুয়ারি ২০২০, রবিবার অবধি ডোমজুড় স্টেডিয়াম মাঠে। উপস্থিত ছিলেন ডঃ অসিত হাজরা, ডঃ অমরেশ হাজরা, ডোমজুড় পঞ্চায়েত সদস্যবৃন্দ, বিধান সভার ডেপুটি স্পীকার, জগদবল্লভপুর বিধায়ক প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংস্থার তরফ থেকে মিলন মাইতি ও সমর বাগ জানান যে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে ওনাদের সংস্থা বহুদিন ধরে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে, অন্যান্য বহু স্বেচ্ছা সেবী সংস্থা ওনাদের পাশে দাঁড়িয়েছেন এই সকল উদ্যোগ সফল করার জন্যে ও এই মেলায় তারাও অংশগ্রহণ করছে, তাদের কাছে ওনারা বিশেষ ভাবে কৃতজ্ঞ। ওনাদের মেলার কোন প্রবেশ মূল্য নেই এবং এই মেলার সকল অনুষ্ঠানে সমাজের সবরকম মানুষ স্বাগতম।

আগামী দিন স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে ওনারা আরো বেশী বেশী করে ভালো কাজ করতে চান মানুষের জন্য, এটাও বলেন মিলন ও সমর বাবু। ওনারা আবেদন করেন সকলে যেন সপরিবারে এই ৫ দিন ব্যাপী ডোমজুড় স্বাস্থ্য ও পরিবেশ মেলায় অংশগ্রহণ করেন।