অবতক খবর , সুজিত , হুগলি :-  সিঙ্গুরে শিল্প আসুক তার জন্য লড়াই করবো,সিঙ্গুরের আনন্দ নগরে “শুনুন চাষী ভাই” কর্মসূচি তে যোগ দিয়ে বললেন সাংসদ লকেট চ্যাটার্জি।জেলায় এই প্রথম বিজেপির এই কর্মসূচি অনুষ্ঠিত হলো।

 

কৃষি জমিতে চাষীদের সাথে বেশ কিছুক্ষন কথা বলেন লকেট ।কৃষি আইনের সুফল চাষীদের বোঝান।এর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সিঙ্গুরে আজ কৃষি ও নেই শিল্প ও নেই ,আমার আসবো কৃষক দের জন্য কৃষি ও থাকবে এবং কৃষক দের ছেলে মেয়েদের স্বার্থে শিল্প ও হবে।

 

বামেদের সাধরণ ধর্মঘট প্রসঙ্গে বলেন কেউ বন্ধ পালন করছেন না,বামেদের আর কিচ্ছু নেই,যুব সমাজ মোদিজি কে চাইছেন। শুনুন চাষী ভাই কর্মসূচি শেষ করে আনন্দ নগরের কৃষক লক্ষী নারায়ণ দাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন লকেট চ্যাটার্জি।