কণ্ঠস্বর স্তব্ধ করার জন্য এফআইআর করা হয়েছিল।
শেষ পর্যন্ত জামিন নিতে হল বিরুদ্ধ ধারাগুলি ছিল ৩৪১,১৮৬,১১৬, ৫০০ আই পি সি

শুধু কন্ঠ
তমাল সাহা

শুধু কণ্ঠের জন্য গ্রেপ্তার হয়ে যাব নাকি
উঁচু গলার কবিতা লেখার জন্য জেল গরাদের ভেতর ঢুকে যাব নাকি!

জল উঁচু তো জল উঁচু
জল নিচু তো জল নিচু—
তোমাকে নাকি এইসব বলতেই হবে!
হুজুর হুলিয়া হুশিয়ারি হুমকি হয়রানি এতসব শব্দ ঘিরেছে তোমাকে
তোমার হাতে তো একটি শব্দই ‘হিম্মত’ সম্বল—
কি করে হিম্মত দেখাবে?

আসলে কার ভয়, শাসকের না আমার?
আসলে কে গণতন্ত্রের পাহারাদার?
একটি কন্ঠ এত বড় অস্ত্র
তার জন্য তৈরি এতো জেলখানা এতো অস্ত্রাগার!

একটি কন্ঠ তার এত মূল্য বুঝিনি তো আগে
আমাকে নজরে রাখতে রাষ্ট্রীয় মস্তানেরা বিনিদ্র রাত জাগে?