অবতক খবর,২৯ ডিসেম্বরঃ শীতের রোদ গায়ে লাগিয়ে ডিসেম্বরের ছুটি কাটাতে মানুষ বেরিয়ে পড়ে এদিক ওদিক, কলকাতায় কচিকাচাদের নিয়ে বেরিয়ে পড়েছে বহু মানুষ, কলকাতার দর্শনীয় স্থানের মধ্যে, ভিক্টোরিয়া বিড়লা তারামণ্ডল মিউজিয়াম চিড়িয়াখানা মানুষের ভিড়।

কলকাতা আলিপুর চিড়িয়াখানায় সকাল থেকেই মানুষের টিকিট কাটার জন্য লাইন চোখে পড়ল, চিড়িয়াখানার ভেতরে পশুপাখি দেখার সঙ্গে সঙ্গে কিছুটা বিশ্রাম, রথে রয়েছে বাড়ি তৈরি খাওয়া দাওয়া,

বছরের এই কদিন মানুষের দেখাতে পেয়ে, আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে চিড়িয়াখানার বন্দি পশুরাও

তারাও যেন অপেক্ষায় থাকে এই ডিসেম্বর জানুয়ারি মাসের জন্য, শিম্পাঞ্ছিত আপন মনে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়ে তারপর আবার মানুষের সামনে উঠে বসলো তাকে দেখে মনে হচ্ছিল সে খুব চিন্তিত, বাকি পশুরা কিন্তু আনন্দে আত্মহারা কারণ অনেকদিন বাদে তারা মানুষের কাছাকাছি আসতে পারছি, সব মিলিয়ে আলিপুর চিড়িয়াখানায় যে হাজারে হাজারে মানুষের ঢল তা কিন্তু বলার বাহুল্যতা রাখে না।

দীর্ঘ দু’বছর করণাবয় লকডাউনের পর এবার মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে তার নিজের ছন্দে, বহু পাখি ডানা মেলে চিড়িয়াখানায় দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে, সব মিলিয়ে কলকাতা আলিপুর চিড়িয়াখানার পরিবেশ হয়ে উঠেছে মুখরিত