অবতক খবর,১ ডিসেম্বর : ইসলামপুর শহরের চোপরাঝাড় এলাকায় একটি পুকুরে প্রচুর বালি হাঁস এই শীতের মরসুমে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, বহু মানুষ এই বালি হাঁস দেখতে আসছেন। তারা আরো জানিয়েছেন, কবে থেকে এই বালি হাঁস এই পুকুরে আসছে তা তারা জানে না তবে শীতের মরসুমে প্রতি বছরই এই বালি হাঁস দেখা যায়। আবার কেউ কেউ বলেন এই পুকুর যবে থেকে খনন করা হয়েছিল তারপর থেকেই নাকি এই বালি হাঁসের আনাগোনা শুরু হয়েছে। প্রচুর সংখ্যক বালি হাঁসের দেখা মেলে এই পুকুরে। বালিহাঁস দেখতে আসা এক ব্যক্তি রাজা প্রসাদ বলেন, বিগত কয়েক বছর ধরেই তিনি এই শীতের মরসুমে বালি হাঁস দেখতে এই পুকুরে আসেন। অত্যন্ত মনোরম দৃশ্য, পুকুরের মধ্যে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখি।এই বালি হাঁস গুলো কোথা থেকে আসছে তা জানা নেই কারোরই। তবে তাদের এই উপস্থিতি মন কেড়েছে অনেকেরই। ঘন বসতির মাঝে একটি পুকুর সেই পুকুরেই দৃশ্যমান এই বালি হাঁসগুলো। স্থানীয় এক বাসিন্দা রেবা কর্মকার বলেন, সন্ধের পরে আর দেখা যায় না এই বালি হাঁস। শুধুমাত্র দিনের বেলাই পুকুর জুড়ে এই বালি হাঁসের আনাগোনা চলতে থাকে তবে সন্ধ্যের পরে আর তাদের দেখা মেলেনা এলাকায়।