সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ৯মে ::   লকডাউনে বাইরে আটকে থাকা ঘর ফিরতি কিছু মানুষকে ১৪দিনের কোয়ারান্টাইনে রেখেছেন শীতলকুচির ব্লক প্রশাসন । শীতলখুচী ব্লকে আপাতত তিনটা কোয়ারাইন্টাইন সেন্টারে এরকম পরিযায়ী মানুষকে রাখা আছে। সেন্টার গুলি হল – নলগ্রাম কমিউনিটি হল, ফলনাপুর অতিথি নিবাস, গোসাইর হাট সদ্ভাব মন্ডপ।

গোসাইরহাট সদ্ভাব মন্ডপে একটি শিশু বাচ্চাকেও তার পরিবারের সাথে থাকতে দেখা গেল। কোয়ারান্টাইনে রাখা মানুষ গুলোর করোনা ভাইরাসের সংক্রমণ আছে কি না, তা পরীক্ষা করে দেখার জন্য আজ শনিবার তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হলো।

শীতলখুচী ব্লক হাসপাতাল সূত্রে জানা গেছে, লালারস পরীক্ষার রিপোর্ট এলে, রিপোর্ট অনুযায়ী কারা কারা ছাড়া পাবেন সেটা ঘোষণা দিবে স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবরে জানা গেল, আজকের তারিখে ৬৫জন পরিযায়ী মানুষের লালারসের নমুনা নেওয়া হয়েছে ।