শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙড় জিরানগাছা প্রাথমিক হসপিটালে।

সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ১৫ নভেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা ::  শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙড় জিরানগাছা প্রাথমিক হসপিটালে। ডাক্তারের গাফিলতির কারনে মৃত্যু হয়েছে সদ্যযাত শিশুর বলে দাবি মৃত শিশুর পরিবারের লোকজনেদের।

সন্তান সম্ভাবনা অবস্থায় গত ১২ তারিখ ভাঙড়ের পাকাপোল বাজার এলাকার দক্ষিণ খয়েরপুরের আইয়ুব আলি সাপুই তার স্ত্রী কে এলাকার জিরানগাছা প্রাথমিক হসপিটালে ভর্তি করেন। বৃহস্পতিবার রোগীর অবস্থা খারাপ হতে থাকলে তাকে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে রেফার করে। পরিবারের লোকজন সেখানে নিয়ে না গিয়ে বাগুইয়াটি এলাকার একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করেন। সেখানেই জন্ম হয় মৃত সন্তানের।

পরিবারের দাবি রোগীর খারাপ অবস্থা দেখারপরও হসপিটাল থেকে কোন ব্যবস্থা নেয়নি। এমনকি দেড়িতে হসপিটাল থেকে রিলিভ দেয়। এমনকি হসপিটালেই মারা গিয়েছে বলে জানান পরিবারের লোকজন। মৃত সন্তানের মা এখন বেসরকারি নাসিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কাশিপুর থানার পুলিশ সি আই সৌগত রায়ের উপস্থিতিতে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে ।