অবতক খবর,সংবাদদাতা,ইসলামপুর,১৭ই মে:: অবশেষে শিল্প নিয়ে জট কাটার সম্ভাবনা। মঙ্গলবার দুপুরে বিবেকানন্দ সভা কেন্দ্রে ইসলামপুরের ইলুয়াবাড়ি ক্ষুদ্র শিল্প তালুক নিয়ে ব্যবসায়ী ও ইনভেস্টারদেরকে নিয়ে বৈঠক করলেন ইসলামপুর মহকুমা শাসক মহম্মদ আব্দুল সাহিদ। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তাদের পাশাপাশি সিআইআই নরেশ আগরওয়াল, সঞ্জয় টেব্রওয়াল ও মহন দেবনাথ সহ ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের কি কি সমস্যা রয়েছে, সে বিষয়ে বৈঠকে আলোচনা করেন মহকুমা শাসক এবং কি ধরনের ক্ষুদ্র শিল্প গড়ে তোলা হবে সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও তিন জন ইনভেস্টমেন্টরা এখনও পর্যন্ত ইনভেস্ট করার জন্য তৈরি আছে। কিছু বাইরে থেকেও ইনভেস্টমেন্টদের নিয়ে আসা হবে, এবং আগামী এক বছরের মধ্যে ইসলামপুর ইলুয়াবাড়ি ক্ষুদ্র শিল্প তালুকটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।