অবতক খবর,২৭ অক্টোবর: ব্যারাকপুর শিল্পাঞ্চল বন্ধ্যা দশায় পরিণত। বন্ধ হয়ে গেছে ওয়েভারলি জুটমিল। ধুঁকছে ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। অথচ রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে খোলামেলা এমনটাই বললেন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং। তার অভিযোগ, ২০২১ সালে ক্ষমতায় আসার আতপুর এক্সাইড ব্যাটারি কারখানায় ৫৫ জনের বেশি বিজেপি সমর্থককে বের করে দিয়েছে তৃণমূলের লোকজন।

নতুন কমিটির কয়েকজনকে ওরা জোর করে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, সাংসদের অভিযোগ, এক্সাইড কারখানার থেকে বেআইনিভাবে জগদ্দলের ১০ নম্বর গলিতে বস্তি এলাকায় তামা পিউরিফিকেশনের কাজ চলছে। অবিলম্বে এটা বন্ধের দাবি করলেন সাংসদ অর্জুন সিং।

সাংসদের আরও অভিযোগ, হাজিনগর হুকুমচাঁদ জুটমিলে বিজেপি ইউনিয়নের সম্পাদক ধীরাজ মিশ্রকে চার্জশিট দিয়েছে মিল কর্তপক্ষ। সাংসদের দাবি, শিল্পাঞ্চল জুড়ে দেড়শ’র অধিক বিজেপি সমর্থিত কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। শ্রমিক নেতা অর্জুন সিং বললেন, জুটমিল ও কলকারাখানার সমস্ত বিষয় কেন্দ্রীয় সরকারকে জানানো হবে।