অবতক খবর, শিলিগুড়িঃ বৃষ্টি নামল শিলিগুড়িতে। শুক্রবার সকাল থেকেই ঠান্ডা হাওয়া বয়ে চলেছিল, সঙ্গে ছিলো মেঘ। হঠাৎ করে এই আবহওয়া যেন চমকিয়ে দিলো শহরকে,সকাল দশটা থেকে আরম্ভ হয় বৃষ্টি। হঠাৎ করে এই বৃষ্টি যেন আটকিয়ে দিলো গোটা শহরকে ।কাজের দিনে আটকিয়ে পড়েন সবাই ।ষ্কুল ছাত্রছাত্রীরা অনেকে ছাতা নিয়ে না বের হওয়ার ফলে আটকে পড়েন রাস্তায়। বৃষ্টির জল এতটাই ঠান্ডা ছিলো যে লোকজন ভিজতে সাহস করেন নি। বৃষ্টি নামে মাটিগাড়া ফুলবাড়ি এমনকি জলপাইগুড়িতে, আবহবিদরা মনে করছেন নিম্নচাপের কারনেই এই বৃষ্টি,এই বৃষ্টি থাকতে পারে দু থেকে তিনদিন। তবে বৃষ্টি নামাতে কিছুটা হলেও খুশি শিলিগুড়িবাসী, অনেকেরই ধারনা সারা বিশ্বের ত্রাস এখন করনা ভাইরাস ।বৃষ্টির কারনে কিছুটা হলেও বাতাসে এই ভাইরাস আতঙ্কের হাত থেকে রক্ষা পেলো। বৃষ্টিতে জল জমে যায় অনেক জায়গাতেই। বৃষ্টিতে আজ আটকে পড়েন বিভিন্ন ইংরেজী মাধ্যমের ছাত্রছাত্রীরা।