অবতক খবর, শিলিগুড়িঃ ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ আরও বাড়তে চলেছে। বাংলাদেশের ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল আগামী জুনেই শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সড়ক পথে নির্ভরশীলতা কমিয়ে রেলপথের ওপর গুরুত্ব বাড়াতে বাংলাদেশ সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশের সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবে সাধারণ আলোচনায় অংশ নিয়ে রেলপথ মন্ত্রী এই তথ্য জানান। একইসঙ্গে এখন দুদেশের মধ্যে যে ট্রেনগুলি চালু আছে, তাদের যাতায়াতের দিনসংখ্যাও আরও বাড়ছে। এখন ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস যেখানে সপ্তাহে ৪ দিন চলছে, সেটি আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে ৫ দিন করে চলবে এবং খুলনা-কলকাতা রুটে যেটি একদিন চলত, সেটি ১৬ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে দু’দিন করে চলবে বলেও জানান মন্ত্রী। এর ফলে দুদেশের যাত্রীরাই যে প্রভূত উপকৃত হবেন, তা বলাই বাহুল্য।