নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৪শে ডিসেম্বর :: শিলিগুড়ি:: মাটিগাড়া ব্লকের সহ কৃষি অধিকর্তার উদ্যোগে এবং শিলিগুড়ি মহকুমার সহ কৃষি অধিকর্তা ( প্রশাসন ) -এর সহযোগিতায় ঠিকনিকাটা জুনিয়র হাই স্কুল ময়দানে মাটি, কৃষি, উদ্যান পালন, খাদ্য, মৎস্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা ২০১৯ -এর শুভ সূচনা করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

আজ দুপুর একটার সময় ঠিকনিকাটা মাঠে চলে আসেন পর্যটনমন্ত্রী।তিনি জানান রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের চেষ্টা চালাচ্ছে,এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হল পশুপালন এবং সমবায় পরিকল্পনা।

রাজ্যসরকার উত্তরবঙ্গে বেকারদের জন্য নানান প্রযুক্তির মাধ্যমে কর্মসংস্থানের চিন্তা করছে যার বাস্তবায়ন হলে বহু বেকার যুবক যুবতী উপকৃত হবে।