শিলিগুড়িতে করোনা ভাইরাস আতঙ্কে ব্রয়লার মুরগির বিক্রি তলানিতে

অবতক খবর, শিলিগুড়িঃ  ব্রয়লার মুরগী থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস,তাই শিলিগুড়িতে ব্রয়লার মুরগির বিক্রি তলানিতে । শিলিগুড়ির বিধান মার্কেট,হায়দারপাড়া,সুভাষপল্লীতে বিক্রি প্রায় তলানিতে । যে দোকানে দিনে দশ হাজার টাকা বিক্রি হত সেই দোকানে দিনে বিক্রি হচ্ছে হাজার টাকার মত। বিধান মার্কেটের এক পুরানো মুরগির ব্যাবসায়ি জানালেন, ব্রয়লারের সাথে সাথে দেশী মুরগির বিক্রি কমে গিয়েছে, । বাজারের এই মন্দা চিন্তায় ফেলে দিয়েছে সাধারন ব্যাবসায়ীদেরও, সাধারনত দোলের আগে মুরগির মাংশের ব্যাবসা উপরে ওঠে এবারে কি হবে তা নিয়ে চিন্তায় ব্যাবসায়িরা যারা প্রতি সপ্তাহে আসতেন এখন মাসে একবার আসতেন,এইভাবে চললে ভবিষ্যতে আমাদের এই ব্যাবসা বন্ধ করতে হবে একত্রে জানালেন বিধান মার্কেটের সব মুরগি ব্যাবসায়ী।