অবতক খবর :: নদীয়া ::    আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর রানাঘাটে দোকান খোলার সময়সীমা বাড়িয়েছে প্রশাসন। আর প্রশাসনের এই ঘোষণার পর কিছুটা হলেও স্বস্তি মিলেছে ব্যবসায়ীদের।

অভিযোগ, করোনা সতর্কতায় লকডাউন শুরুর পর থেকেই মাত্র কয়েক ঘন্টার জন্য দোকান খোলার অনুমতি ছিল দোকানদার দের। শুক্রবার রানাঘাট প্রশাসনের তরফে সেই সময়সীমা রাত্রী ৮ পর্যন্ত করে দেওয়া হয়।

ব্যবসায়ীদের দাবি, এর ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েই উপকৃত হবে। যদি এই মুহূর্তে কোনো ক্রেতা অত্যন্ত প্রয়োজনীয় দরকার ছাড়া কেনাকাটা করছেন না, তবুও চাইলেই কিনতে যেতে পারেন। এতদিন দোকানই খোলা ছিল না, সেক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ক্রেতা-বিক্রেতা উভয় তরফই।