অবতক খবর,১২ আগস্ট: প্রায় ১০ মাস ধরে বন্ধ রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান। বিগত কয়েকমাস ধরেই পড়ুয়াদের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার দাবিতে আন্দোলন করছে বাম ছাত্র সংগঠন এসএফআই। আজও সেই একই দাবিতে বারাসাত কালীকৃষ্ণ স্কুলের সামনে বিক্ষোভ দেখালো বাম ছাত্র সংগঠন। করোনা মহামারির কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইন ব্যবস্থার মধ্য দিয়ে পঠন-পাঠনে হয়রান হতে হয় পড়ুয়াদের। অনলাইন শিক্ষা নিয়ে উঠছে বিস্তর অভিযোগও।
রেস্তোরাঁ, বার, শপিং মল থেকে বিভিন্ন ক্ষেত্র চালু করা গেলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বার্থে কেন প্রয়োজনীয় কোভিড বিধির ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না এরকম বিভিন্ন দাবি নিয়ে আজ বারাসাত কালীকৃষ্ণ স্কুলের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই ছাত্র সংগঠন।