অবতক খবর ,রাজারহাট : শিশু শিক্ষাকে আরো মনোগ্রাহী করে তুলতে ২ দিনের শিক্ষকদের কর্মশালা আয়োজিত করা হয়েছিল। রাজারহাটের এক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব এবং ব্রতচারী সোসাইটির উদ্যোগে আয়োজিত শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল ।

শিক্ষাকে ছাত্র ছাত্রীদের মধ্যে আরোো বেশি করে মনোগ্রাহী এবং আনন্দময় করে তুলতে শিক্ষকদের কি কি করনীয় তা এই কর্মশালার মাধ্যমে তুলে ধরা হয়।  পঠন পাঠানে ছবি এবং ভিডিও ব্যবহারের মাধ্যমে ছাত্রছাত্রীদের কিভাবে দৃষ্টি আকর্ষণ করা যাবে তাও বোঝানো হয় শিক্ষকদের। অন্যদিকে পড়াশুনার চাপ না বাড়িয়ে একই পাঠক্রমকে কিভাবে ছাত্র-ছাত্রীদের মনের ভিতর ঢুকিয়ে দেওয়া যায় এই বিষয় নিয়েও আলোচনা হয় কর্মসালায় । এছাড়াও ছাত্রদের প্রতি শিক্ষকদের আচার আচরণ ও পড়াশোনা করানোর রীতিনীতি ণীয়েও আলোচনা হয়।