অবতক খবর,৬ সেপ্টেম্বর: করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এবং সম্পূর্ণ সোশ্যাল ডিসট্যান্সিং পালন করে বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায়ের উদ্যোগে বীজপুরের সমস্ত ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হল।

এ প্রসঙ্গে বিধায়ক শুভ্রাংশু রায় বলেন,’আমাদের সমাজে শুধুমাত্র শিক্ষক-শিক্ষিরাই পারেন আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করে এক সুন্দর পৃথিবী উপহার দিতে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। তারা আমাদের যে শিক্ষা দেন তা দিয়ে আমাদের জীবনের পথ মসৃণ হয়। শুধু পুঁথিগত শিক্ষাই নয়, তারা আমাদের নৈতিক শিক্ষাও দেন,যা দিয়ে আমরা আমাদের আগামীর পথ চলতে পারি।’