অবতক খবর সংবাদদাতা আসানসোল :: শিক্ষক ডঃ কলিমুল হক কে রাষ্ট্রপতির মাধমে শিক্ষারত্ন সন্মান পেলেন। এদিন আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসে তাকে এই সন্মান দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে জেলাশাসক পূর্ণেন্দু মাজি, শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত মন্ডল সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। শিক্ষক দিবসের দিনে এই সন্মান পেয়ে খুশি ডঃ কলিমুল হক।

জানা গিয়েছে, দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ কলিমুল হককে শিক্ষারত্ন সন্মানের জন্য মনোনীত করা হয়েছে।এদিন অনলাইন মারফত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মাধ্যমে এই শিক্ষারত্ন সন্মান দেওয়া হয়েছে। এরপর জেলা শাসক পূর্ণেন্দু মাজি শিক্ষক ডঃ কলিমুল হকের হাতে শংসাপত্র ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়েছেন।

শিক্ষক ডঃ কলিমুল হকের শিক্ষারত্ন সন্মান পাওয়ার খবরে খুশি স্কুলের সহ শিক্ষক এবং পড়ুয়ারা।এদিন জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানান এটা গর্বের বিষয় এবং সকল শিক্ষকদের কাছে অনুপ্রেরণা।