অবতক খবর,৩ জানুয়ারি: বনগাঁ লোকাল আছে বনগাঁতে ভিড়ে ঠাসা বাদুড় ঝোলার বনগাঁ লোকালের চেনা ছবি আজও অব্যাহত।গোটা দেশের পাশাপাশি রাজ্যে বাড়ছে করোনা এবং ওমিক্রমের ক্রমেই সংখ্যা তড়িঘড়ি নবান্নের পক্ষ থেকে রাজ্যে একাধিক বিধি-নিষেধ লালু করা হয়েছে।

বন্ধ থাকছে সমস্ত পর্যটন কেন্দ্র, সেলুন, রেস্তোরাঁ,পাল্লার,জিম,শিক্ষা প্রতিষ্ঠান সহ নাইট কারফিউ সহ বেশকিছু বিধিনিষেধ লাঘু হয়েছে।

এছাড়াও 50 শতাংশ লোক নিয়ে বেশকিছু কর্মসংস্থান খোলা থাকার পাশাপাশি লোকাল ট্রেন 50 শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করলেও সন্ধ্যা 7 টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন।

তবে বনগাঁ শিয়ালদা শাখার চিত্র একই রয়েছে চেনা ছন্দ।কার্যত বাদুড় ঝোলা ভীরে ঠাসা বনগাঁ লোকাল শীকেয় বিধি নিষেধ।নবান্নের নির্দেশিকার পর প্রথম দিনেও একই ছন্দে বনগাঁ শিয়ালদা শাখার লোকাল ট্রেন।