অবতক খবর,১০ জুলাইঃ শিউলি গ্রাম পঞ্চায়েতের ১৩ এবং ১৪ নম্বর সংসদের অন্তর্গত তেলেনিপাড়া পাড়া হাই স্কুলে ৪৩ এবং ৪৪ নম্বর বুথে আজ পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে একই জায়গায় ৫ নম্বর পঞ্চায়েত সমিতি এবং 32 নম্বর জেলা পরিষদের ভোটগ্রহণ প্রক্রিয়াও চলছে ।

ভোটগ্রহণের দিন এই বুথে ব্যালট বাক্স ভেঙে ফেলে দেওয়ার কারণে আজকে পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া করতে হচ্ছে । প্রচুর পরিমাণে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এখন অব্দি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে ।এই তেলেনিপাড়া হাই স্কুল চত্বরে ৩ সেকশন ফোর্স মোতায়েন রয়েছে । স্কুলের ভেতরে মোতায়েন রয়েছে ১ সেকশন ফোর্স । বাকি ২ সেকশন ফোর্স গোটা এলাকা জুড়ে মোতায়ন রয়েছে ।ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন ভোট গ্রহণ কেন্দ্রের এক কিলোমিটার এর মধ্যে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বেশ কয়েকটি বাইকে করে কয়েকজন ছেলে ভোটগ্রহণ কেন্দ্র এলাকায় আসে । তাদের তখন কেন্দ্রীয় বাহিনী এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ তাদের আটকায় । সেই সময় বেশ কয়েকটি বাইক পালিয়ে যায় এবং একটি বাইকের দুজন আরোহীকে তারা আটক করে । যদিও তাদেরকে ছেড়ে দেওয়া হয়।