অবতক খবর,২১ জুলাইঃ একদিকে যখন একুশে জুলাই তৃণমূলের শহীদ সভাকে ঘিরে মাতামাতি কলকাতার ধর্মতলায়, ঠিক তার উল্টো দিকে অন্য চিত্র উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বিলাতকুলি গ্রাম পঞ্চায়েতে।

জানা গিয়েছে, শাসকদলের গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েও মেলেনি লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা, পাশাপাশি অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ডেও রয়েছে গরমিল, স্বাস্থ্য সাথী কার্ডে নিজের নাম কিন্তু অনলাইনে আরেক নাম রয়েছে বলে অভিযোগ জানিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি কোন সুরাহা। এমনটাই অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যার। কখনো দৌড়াতে হচ্ছে জেলাতে আবার কখনো দৌড়াতে হচ্ছে ব্লকে।

কিন্তু শুধুই মিলছে আশ্বাস কার্যকর কিছুই হচ্ছে না বলে অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যের। যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি না হলেও বিরোধীরা জানিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছে, শাসক দলের গ্রাম পঞ্চায়েত হয়েও যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষের কি পরিস্থিতি হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন!