অবতক খবর,২৯ সেপ্টম্বর,বসিরহাটঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।

হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ পূজা হিন্দুরা ধর্মীয় আচার ও নিয়ম মাফিক উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপন করে থাকে। ধনী গরিব নির্বিশেষে হিন্দু নর-নারী, শিশু-বৃদ্ধ সবাই নতুন সাজে সজ্জিত হয়ে দেবীকে দেখার জন্য মন্দিরে-মন্দিরে গমন করে আনন্দ উৎসবে মেতে ওঠে সকলে।

এই দূর্গা উৎসব কে সামনে রেখে অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো বসিরহাট জেলা পুলিশ।

আজ মহা চতুর্থ দিনে বসিরহাট দু’নম্বর ব্লকের খোলাপোতা বাজারে প্রায় দেড়শতাধিক দুস্থ অসহায় মানুষের হাতে শাড়ি ধুতি-পাঞ্জাবি ও খাদ্য সামগ্রী তুলে দেয় বসিরহাট জেলা পুলিশ।

সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় জয়দীপ চক্রবর্তী মহাশয়, মাননীয় এসডিপিও বাদুড়িয়া, মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারি মাননীয় তাপস ঘোষ মহাশয়, বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সরোজ ব্যানার্জি মহাশয়, খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় অপরেশ মুখার্জি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।