অবতক খবর,১ অক্টোবর,মালদা: হস্তশিল্পীদের উৎসাহ বাড়াতে শারদীয়া উৎসব উপলক্ষে জেলা শিল্প কেন্দ্রের সহযোগিতায় হস্তশিল্প মেলার আয়োজন।
কোভিদ পরিস্থিতিতে দীর্ঘদিন পর জেলা শিল্প কেন্দ্রের সভাকক্ষে হস্তশিল্প মেলার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী চলবে হস্তশিল্প মেলা।
নিজেদের তৈরি করা হাতের কাজ নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেন ৪৫ জন শিল্পী।
প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত হস্তশিল্প মেলার প্রদর্শনী এবং বিক্রি হবে বলে জানা গিয়েছে।
শুক্রবার দুপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনদিনব্যাপী হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা, মালদা জেলা শিল্প কেন্দ্রর মহা প্রবন্ধক মানবেন্দ্র মন্ডল, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সম্পাদক সুভাষ হালদার, যুগ্ম সম্পাদক শৈলেশ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা।
হাতের তৈরি ব্যাগ, চুরিদার, সুতোর কাজ করা শাড়ি, জুতো, ঘর সাজানোর হাতের তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে উপস্থিত হন শিল্পীরা।
শিল্পীদের উৎসাহ বাড়াতে দূর্গা পূজার আগে জেলা শিল্প কেন্দ্রের সহযোগিতায় হস্তশিল্প মেলার আয়োজন করা হয়।
শিল্পীদের আসার দূর্গা পূজার আগে এ হস্তশিল্প মেলা তাদের হাতের তৈরি কাজ বিক্রি হবে এবং তার থেকে উপার্জন করতে পারবেন তারা। কোভিদ পরিস্থিতিতে সরকারি উদ্যোগে হস্তশিল্প মেলার আয়োজন করায় খুশি তারা।
জেলা শিল্প কেন্দ্রের আধিকারিকরা জানিয়েছেন শুক্র থেকে রবিবার পর্যন্ত চলবে এই মেলা।