অবতক খবর,২৪ অক্টোবর: রাষ্ট্রীয় একতা দিবস “আজাদী কি অমৃত মহোৎসব” উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকার একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। আজাদী কি অমৃত মহোৎসব উপলক্ষ্যে রবিবার বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে বগাফা কৃষি দপ্তরের সেক্টর অফিসে দক্ষিন ত্রিপুরার বিভিন্ন জায়গাথেকে বেনিফিসারী নির্ধারন করে ফার্মাস মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষকদের মধ্যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরা হয়।

কেন্দ্রীয় সরকার চাইছে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বীগুন করতে। কৃষকদের আয় দ্বিগুন করতে গেলে ব্যায় কমিয়ে কৃষিজ ফসল উৎপাদ বৃদ্ধি করতে হবে। তাই কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বগাফা কৃষিদপ্তর কাজ করেচলছে। কৃষকদের ব্যায় কমানোর জন্য সরকারি ভাবে উন্নতমানের কৃষিজ বীজ ও সার ঔষধ দেওয়া হচ্ছে।

অপরদিকে কৃষদের কেন্দ্রীয় সরকারের পক্ষথেকে কৃষান সন্মাননিধী দেওয়া হচ্ছে। কৃষকদের উৎপাদিত ধান সরকারিভাবে ক্রয়করাহচ্ছে। এতে করে ব্যায় কমিয়ে কৃষকরা ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবে বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশাবাদী আগামী ২০২২ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের স্বপ্ন বাস্তবায়িত হবে। কৃষকদের আয় দ্বিগুন হবে। বক্তারা জানান কৃষকদের কৃষিকাজে কোনো প্রকার অসুবিধার সন্মুখীন হলে কৃষিদপ্তর উনাদের সাহায্যের হাত বারিয়ে দেবে। আজকের অনুষ্ঠানে আগাত কৃষকরা এইধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতেপেরে খুবই খুশি।

আজকের অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরলনের কৃষিদপ্তরের ডেপুটি ডারেক্টার নিলমোহন বিশ্বাস ও বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস। কৃষিদপ্তর কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিদপ্তরের ডারেক্টার বিষ্ণুপদ চক্রবর্তী, এডিস্টেন্ট ডারেক্টার অরবিন্দ দের্বমা, ডেপুটি ডারেক্টার নিলমোহন বিশ্বাস, ফিসারী অফিসার মৃন্ময়ী দত্ত, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানে জেলার বিভিন্নপ্রান্ত থেকে আগত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।