শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বৃন্দাবন প্রামানিক

অবতক খবর,১৭ মার্চ: পূর্বনির্ধারিত দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান হিসাবে সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান হিসাবে কৌশিক প্রামানিকের নাম পাঠানো হয়। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, আজ অগ্রাহ্য করে ভোটাভুটি পরিস্থিতি তৈরি হয়। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেস সভাপতি বৃন্দাবন প্রামানিক চেয়ারম্যানের দাবিদার হওয়ার কারণে গোপন ব্যালটে ভোটের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। সুব্রত ঘোষ এবং বৃন্দাবন প্রামাণিকের সম সংখ্যক ভোট পড়ার কারণে, তা বেশ কিছুটা সময় বিলম্ব হয়। এরপর বিধায়কের পিতার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী কাস্টিং ভোট দিয়ে সুব্রত ঘোষ কে জয়ী’ করান বলে জানিয়েছেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।

শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বৃন্দাবন প্রামানিক। তিনি জানালেন, দলের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে, তাই ইস্তফা। তবে প্রসঙ্গত উল্লেখ করা যায়, আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অনুষ্ঠান চলাকালীন বেরিয়ে চলে আসেন। ঠিক তার পরেই তার এমন সিদ্ধান্ত। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি মানুষের সাথে আছি মানুষের জন্য কাজ করবো ।তবে শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই তার পদত্যাগ করার প্রসঙ্গে রীতিমতো জল্পনা রাজনৈতিক মহলে।