অবতক খবর,১০ এপ্রিল: ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরে সি আই টি ইউ এর পক্ষ থেকে শান্তিপুর গোবিন্দপুর পেট্রোল পাম্পের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে কটাক্ষ করে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন সাথে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সি আই টি ইউ নেতৃত্ব।

এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সৌমেন মাহাতো এবং অন্যান্য শীর্ষস্থানীয় সিপিআইএম কার্য কর্তারা। প্রায় ঘন্টা খানেক চলে অবস্থান-বিক্ষোভ। এ বিক্ষোভের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করলেন সিপিআইএম নেতৃত্বরা। তবে কত তাড়াতাড়ি পেট্রোল-ডিজেলের দাম কমবে সাধারণ মানুষের নাভিশ্বাস এর অবস্থা কবে ঠিক হবে তাই কিন্তু এখন প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতি সিআইটিইউ নেতৃত্বরা।