অবতক খবর,২২ সেপ্টেম্বরঃ শান্তিনিকেতনে শিশু হত্যাকাণ্ড। এদিন নিহত শিশুর পরিবারের সাথে দেখা করলো রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়।

বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায় পৌঁছে যান শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা গ্রাম। নিহত শিশুর বাবা-মা ও পরিবারের সাথে কথা বলেন সুদেষ্ণা রায়। প্রায় ঘন্টা খারেক ধরে নিহত শিশু শিবমের বাড়িতে ছিল রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন। ছোট্ট শিবমের বাবা মাকে আশ্বস্ত করে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে সামগ্রিক বিষয়ে।

নিহত শিশুর পরিবারের সাথে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সুদেষ্ণা রায় জানান, অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। ছোট্ট শিশু কে নৃশংসভাবে হত্যা করেছে রুবি বিবি। তদন্ত প্রক্রিয়া যাতে সঠিক পথে চলে সেই বিষয়গুলো আমরা নজর রাখব। পাশাপাশি তিনি এও জানান সমাজকে সচেতন হতে হবে না হলে এ ধরনের ঘটনা আবারও পুনরাবৃত্তি হবে। ফিরে গিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেবে।

পাশাপাশি নিহত ছোট্ট শিশু শিভমের মা মমতা ঠাকুর জানান, এই ঘটনার সঙ্গে রুবি বিবি ছাড়াও আরো অনেকে তার পরিবারের লোকজন জড়িয়ে রয়েছে। তাদের কেউ গ্রেপ্তারের দাবি জানাই নিহত শিশুর পরিবার।