অবতক খবর,২৭ ডিসেম্বর: এবার ব্ল্যাকমেইল করার জন্য নতুন উপায় বের করেছে ব্ল্যাকমেলাররা। এখন এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে যিনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না। আর এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলকে হাতিয়ার করেই ব্ল্যাকমেইল শুরু করেছে কিছু সমাজবিরোধী মানুষ।

আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কাছে তো বটেই,এমনকি অর্থনৈতিক আদান-প্রদান করতে গেলেও আমরা মোবাইল নম্বর ব্যবহার করে থাকি। সেই সূত্রে সকলেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি সহজেই পেয়ে যান।

এবার আসি মূল কথায়, আজ সন্ধ্যায় আমাদের পরিচিত একজনের কাছে এক অপিরিচিত (Unknown) নম্বরে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। তিনি ফোনটি ধরেন। ৫-৭ সেকেন্ড ধরে থাকার পর তিনি ফোনটি কেটে দেন। যদিও ফোনের ওই প্রান্তে কে রয়েছেন তা তিনি দেখতে পান নি।

এরপরই ওই নম্বর থেকে মেসেজ আসে যে, আপনার মুখাবয়বের ছবিটি কেটে কিছু অশ্লীল ছবি/ভিডিতে দিয়েছি। এরপর সেটি বিভিন্ন সোশ্যাল সাইটে চালিয়ে দেবে বলে এবং টাকা দাবি করতে থাকে।

এই হলো মূল ঘটনা। আমরা আপনাদের সুবিধার্থে সেই নম্বরটি প্রকাশ করছি। আপনাদের কাছে যদি এই নম্বর থেকে ফোন আসে তবে সাবধান হোন।

শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারোর ভিডিও কল রিসিভ করার আগে সাবধান হোন এবং সতর্ক থাকুন। নইলে আপনিও এই ব্ল্যাকমেইলারদের পাতা ফাঁদে পা দিয়ে দেবেন।