অবতক খবর,২৪ নভেম্বর: ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় কঠিন বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা কিভাবে করতে হয় ও শহরকে জঞ্জালমুক্ত করতে ইসলামপুর পৌরসভার উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়। ইসলামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড থানা কলোনি এলাকাতে আজ এই মিছিল অনুষ্ঠিত হয়।

এই মিছিলে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য গঙ্গেস দে সরকার, পৌর আধিকারিক নীলোৎপল চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর সত্যেন্দ্রনাথ দাস সহ ইসলামপুর পৌরসভার বিভিন্ন কর্মী ও পৌর নাগরিক। ইসলামপুর পৌরসভার পৌর আধিকারিক নীলোৎপল চক্রবর্তী জানান কঠিন বর্জ্য পদার্থ কিভাবে আলাদা করতে হয় এবং শহরকে পরিষ্কার করার ভাবনা নিয়ে আজকের এই রেলি।

ওয়ার্ডের দুটো করে বালতি দেওয়া হবে প্রত্যেকটি নাগরিককে এবং তার মধ্যে কঠিন বর্জ্য পদার্থ ও অপচনশীল বর্জ্য পদার্থ আলাদা করতে হবে তাই সচেতন করার জন্যই আজকের এই মিছিল। ইসলামপুর পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ড এই এই বালতি দেওয়া হবে।