শশুর বাড়ির চাপের জেরে, আত্মহত্যা জামাইয়ের

অবতক খবর,২ জানুয়ারি: বিয়ের পরও বউয়ের, অনুসঙ্গিক খরচ বাবদ, মাসিক 15000 টাকা দিতেই হবে l এমনকি, শশুর বাড়ির লোকের নানান ধরণের উস্কানিমূলক মন্তব্য ও অশ্লীল ব্যবহার l এই ঘটনার জেরে মানসিক অবসাদে, সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলো জামাই l এমনটাই অভিযোগ,ছেলের পরিবারের l

ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের বাগডোগড়া এলাকায় l জানা গেছে, প্রায় 8 বৎসর পূর্বে,দুই পরিবারের সম্মতিতে বাগডোকোড়া অঞ্চলের কৃষ্ণপদ রায়ের সাথে কুচুলীবাড়ি অঞ্চলের সুজাতার বিয়ে হয় l বিয়ের কয়েকমাস পরেই শুরু হয় সাংসারিক অশান্তি l সাংসারিক অশান্তি মাঝে মধ্যেই মারামারিতে পরিণত হতো l

যার ফলে ওই গৃহবধূ প্রায়সই, শশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠতো l ইদানিং ওই গৃহবধূ বেশ কয়েকবৎসর ধরে বাপের বাড়িতেই রয়েছে, এবং তার শশুর বাড়ির লোকের নামে বধূনির্যাতনের মামলাও করেছে l সম্প্রতি ওই গৃহবধূ তার অনুসঙ্গিক খরচ বা ব্যায় বাবদ,তার স্বামীর কাছ থেকে মাসিক 15 হাজার টাকা দাবি করেন, আর এই কারণে, সুসাইড নোট লিখে,মানসিক অবসাদে আত্মহত্যা করেন ওই যুবক l

এমনটাই দাবি পরিবারের l এদিকে সংবাদ মাধ্যম অভিযুক্ত শশুড়বাড়ির লোকেদের সাথে ফোনে যোগাযোগ করা হলে, তাঁদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি l তবে ঠিক কি? কারণে এই ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ l