অবতক খবর,২২ সেপ্টেম্বর: বহুতল প্রতিষ্ঠিত শপিং মলের ঢোকার প্রবেশ দ্বারের সিঁড়ির মুখ থেকে উদ্ধার হল বিষধর কলাচ সাপ। যার আরেক নাম কমন ক্রেট। মঙ্গলবার রাতে ইংরেজবাজার শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকার জাতীয় সড়কের পাশে প্রতিষ্ঠিত এক শপিং মলের প্রবেশমুখে এই বিষধর সাপ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। সাপকে দেখে ক্রেতারা শপিংমলে না ঢুকে অন্যত্র সরে যায়। ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় সাপ বিশেষজ্ঞ নিতাই হালদারকে। ঘটনাস্থলে নিতাই হালদার এসে বিষধর সাপটিকে উদ্ধার করে কৌটায় বন্ধ করে দেয়।
সাপ বিশেষজ্ঞ নিতাই হালদার জানান, এশিয়ার ১০টি বিষধর সাপের মধ্যে এটি একটি অন্যতম। এর নাম কালাচ, আরেক নাম কমন ক্রেট। ৪ ফিট উচ্চতা এটির।কামড়ালে মানুষ বুঝতে পারে না। কারণ এটি কামড়ালে কোন দাগ থাকেনা,ব্যথাও হয় না,ফুলেও যায় না।তবে এটি খুব ভয়ঙ্কর। সাপটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।