অবতক খবর,১৬ জানুয়ারি: দেশবাসীর মঙ্গল কামনায় শনিবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ মন্দিরে পুজো দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ঊমা ভারতী। এদিন সন্ধ্যেয় দক্ষিণেশ্বর মন্দিরে হাজির হয়ে মন্দির চত্বর ঘুরে দেখেন। এরপর মন্দিরে গর্ভগৃহে ঢুকে মা ভবতারিণীর পুজো দেন।

পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঊমা ভারতী বলেন, জগতের কল্যাণ কামনায় মায়ের মন্দিরে পুজো দিলাম। রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিজেপির বড়ো বড়ো নেতা আছে তারা সামলে নেবে। গণতান্ত্রিক দেশে ভিন্ন বিচারধারার মানুষ আছেন।

সকলের স্বাধীনতা আছে নিজস্ব মত প্রকাশ করার। এটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর। এদিকে রাজ্য বিজেপিতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আলাদা কমিটি গঠন প্রসঙ্গে ঊমা ভারতী আরও বলেন, ‘একটাই ঠাকুর আছে বলে জানি। যার নাম রাম ঠাকুর। রামকৃষ্ণ, স্বামীবিবেকানন্দ, মা ভবতারিণী ঠাকুরকে আমি জানি। কোথায় কি কমিটি হচ্ছে তা বিজেপির নেতারাই বলবেন।