অবতক খবর :: ইসলামপুর ::   লক ডাউন সফল করতে দিনভর অভিযান চালালো ইসলামপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরা। শনিবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কারের নির্দেশে তিনটি টিম তৈরী করে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় বলে জানান তিনি। প্রতিটি টিমে একজন করে ডিএসপি র‍্যাঙ্কের অফিসার, একজন ইন্সপেক্টর, একজন অফিসার, একজন কনস্টেবল এবং দুজন করে সিভিক পুলিশ ছিলেন।

শনিবার সকাল থেকে শুরু হয় এ ধরনের অভিযান। অভিযান চলাকালীন উদ্দেশ্যহীনভাবে যে সমস্ত টোটো ঘোরাফেরা করছিল সংশ্লিষ্ট বিষয়টির জন্য আলাদা ভাবে কর্মসূচি নেওয়া হয়। টোটোর চালকদের সাবধান করা হয়েছে এদিন। এখন পর্যন্ত লকডাউন যারা মেনে চলেন নি এবং আইন মানেননি সব মিলিয়ে এমন একশো একাশি জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জেলার বিভিন্ন থানা থেকে তেইশ টি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে এবং এখন পর্যন্ত এফআইআর করা হয়েছে বিয়াল্লিশ জনের বিরুদ্ধে।

অন্যদিকে পুলিশের নানান কর্মসূচির মধ্যে এদিন চোপড়া থানা, বিডিও অফিস এবং স্বাস্থ্যকেন্দ্রে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে স্যানিটাইজার বিতরণ করা হয়।