অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :-  পুজোর আগে লোকাল ট্রেন চালু করতে হবে , এই দাবি নিয়ে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ডিআরএম ঈশাক খানের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার বিকেল চারটে নাগাদ , তিনি ডিআরএমএস সঙ্গে দেখা করেন এবং প্রায় আধ ঘণ্টা কথা বলেন। তিনি জানান ডিআরএম জানিয়েছেন তাকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্য সরকারকে দুবার চিঠি দেয়। কিন্তু চিফ সেক্রেটারি একটা চিঠির উত্তর দেয়নি।

তিনি দাবি করেন যেহেতু বাস, অন্যান্য গাড়ি এবং লঞ্চ চালু হয়েছে সেইজন্যে গরিব মানুষের স্বার্থে পুজোর আগে লোকাল ট্রেন চালু করা উচিত। তিনি অভিযোগ করেন রাজ্য সরকার গরিব বিরোধী তাই ট্রেন চালাতে রাজি হচ্ছে না। এদিকে ডিআরএম জানিয়েছেন রেল কর্তৃপক্ষ লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্য সরকারকে দুবার চিঠি পাঠায়। কিভাবে ট্রেন চলবে বা ট্রেনে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে ,তা ঠিক করার দায়িত্ব রাজ্য সরকারের। তারা ট্রেন চালানোর জন্য পুরোপুরি তৈরি।