লেনিন মরেন নাঃ লেনিন মৃত্যু শতবার্ষিকী প্রস্তুতি কমিটির আলোচনা সভা

লেনিন কোথায়? লেনিনের পার্টিরা পশ্চিমবঙ্গে শূন্য– এই আওয়াজকে য সম্পূর্ণ উপেক্ষা করে কাঁচরাপাড়া অঞ্চলে কবিগুরু রবীন্দ্র পথে অবস্থিত মায়া ভিলায় লেনিন সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো ১৩ জানুয়ারি।

ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে সমাজকে যখন ছেয়ে ফেলার চক্রান্ত চলছে, চলছে মন্দিরের রাজনীতি তখন আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সরযু নদীর তীরে অযোধ্যায় গড়ে উঠছে রাম মন্দির, দীঘার সমুদ্র সৈকতে গড়ে উঠছে জগন্নাথ মন্দির– হিন্দু ধর্ম আধিপত্য বিস্তারে নেমেছে। ধর্মনিরপেক্ষতা সার্বভৌমত্ব রক্ষার্থে এই আলোচনা সভাটি অত্যন্ত সময়োপযোগী ভূমিকা নিয়েছে।
এদিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষক নিখিল কবিরাজ, সমাজকর্মী নৃপেন রায়, বক্তব্য রাখেন ডাক্তার শম্ভুনাথ মন্ডল, শ্রমিকনেতা সুশীল ঠাকুর, শ্রমিক নেতা অসিত সরকার, কৃষক নেতা গোপাল বিশ্বাস, মানবধিকার কর্মী জয় গোপাল দে, কবি-সাংবাদিক তমাল সাহা।
বক্তারা প্রত্যেকেই সমাজ গঠনে লেনিনের রাজনৈতিক ভূমিকা, শ্রমজীবী মেহনতি মানুষের সঙ্গে তার সংযোগ, — এই বিষয়গুলো নিয়েই আলোচনা করেন।
আবৃত্তি পরিবেশন করেন সীমা নন্দী।
সাংস্কৃতিক জগৎ ও সামাজিক ক্ষেত্রে যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্জয় ব্যানার্জি।

আলোচনা কক্ষটির পরিসর সীমিত হলেও তার ছিল কানায় কানায় পূর্ণ।