অবতক খবর,৯ আগস্ট,নববারাকপুর: জাতির পিতা হরি গুরুচাঁদ ঠাকুর শুধু কীর্তন মহোৎসব গান বাজনা করেনা খেলাধূলো সুস্থ সংস্কৃতির মধ্যে দিয়ে হরি গুরু চাদঁ ঠাকুরের আদর্শ দর্শন চিন্তা ভাবনা চারিদিকে ছড়িয়ে দিতে ফুটবল মাঠে নামল গোসাই পাগল ধনপতি ও মতুয়া ভক্তবৃন্দরা। রবিবার নববারাকপুর চাদঁপুর লেনিনগড় অল ইন্ডিয়া মতুয়া ভক্তবৃন্দদের উদ্যোগে স্হানীয় সুভাষ সংঘ ময়দানে হল একদিনের ১৬ দলের বিরাট নকআউট পর্যায়ে দিন রাতের ফুটবল প্রতিযোগিতা।

চাঁদপুর লেনিনগড় মতুয়া মহা সংঘের মতুয়া ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খেলার শুভ উদ্বোধন করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর ।উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সম্পাদক খগেন্দ্রনাথ বারুই, বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, বিলকান্দা ২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস, মতুয়া মহাসংঘের গোসাই লক্ষ্মণ বর, গৌরাঙ্গ সাহা, সঞ্জীত হালদার সহ মতুয়াদের গোসাই দলপতিরা।

উদ্বোধক মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর বলেন শুধু কীর্তন মহোৎসব গান বাজনার ভিতরে নয় মাঠে নেমে বিশ্ব মানবতা ধর্ম ফুটবল খেলার মাধ্যমে হরি গুরু চাদঁ ঠাকুরের আদর্শ দর্শন চিন্তা ভাবনা ছড়িয়ে দিচ্ছে। সাধুবাদ জানাই চাঁদপুর লেনিনগড় মতুয়া গোসাই পাগল ধনপতিদের। খেলায় হারজিৎ আছে। অংশগ্রহণ করাটাই বড় কাজ। নতুন চিন্তাধারা নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলেন মমতা দেবী। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় কলকাতা লিগে মহিলা টিমে অংশগ্রহণ কন্যাশ্রী ফুটবলে মতুয়াদের সারা বিশ্বের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

খেলাধূলো মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক বিকাশ হবে। পড়াশোনা সুস্থ সংস্কৃতি খেলাধূলোর রক্তদান সামাজিক কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারবে মতুয়া সন্তান রা। সারা পৃথিবী তে ছড়িয়ে পড়বে লেনিনগড় সহ জেলার মতুয়ারা ফুটবল খেলার প্রতিযোগিতা।গর্বিত ও আনন্দিত ঠাকুরের চিন্তা ভাবনা আদর্শ কে মতুয়া ভক্তবৃন্দের ছেলে মেয়েরা ফুটবল খেলার মাধ্যমে সারা বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছেন। ফাইনালে চ্যাম্পিয়ন চাঁদপুর লেনিনগড় গোসাই লালগোপাল দল পায় প্রয়াত স্বপ্না পাইক স্মৃতি চারণ কাপ এবং রানার্স দল পায় গুরুচাঁদ মোড়ে গোসাই সঞ্জীত হালদার দলের প্রয়াত কেদার পাইক স্মৃতি চারণ কাপ।

ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন দেবাশিস বিশ্বাস এবং বিপুল রায়। বিজয়ী ও বিজিত দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন গোসাই লক্ষ্মণ বর ও গৌরাঙ্গ সাহা। বিলকান্দা ২ মতুয়া ফুটবল দলের বিজয়ী দলের ফুটবলার দের সাধু গোসাই দলপতিরা মালা ফুল চন্দনের ফোঁটা দিয়ে সংবর্ধিত করেন গুরুচাঁদ মোড়ে ।ফুটবল খেলাকে ঘিরে বৃষ্টি তে জল কাদা মাঠে এলাকার মতুয়া ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।