অবতক খবর,২১ জুনঃ বেআইনিভাবে কল সেন্টার চালানোর অভিযোগে নাসিম আক্তার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো লেকটাউন থানার পুলিশের। তার বিরুদ্ধে অভিযোগ অবৈধভাবে কল সেন্টারে চালিয়ে প্রতারণা করছিল। পুলিশ তার কাছ থেকে 42 লক্ষ টাকা ও বহুমূল্য গহনা উদ্ধার করেছে জানা গিয়েছে। বন্ধুত্ব পাতানোর বিজ্ঞাপন দিয়ে প্রথমে যুবক-যুবতীদের প্রলুব্ধ করা হত।

নির্দিষ্ট দেওয়া ফোন নাম্বারে যুবক-যুবতীরা যোগাযোগ করত। য়ে ফোন নাম্বার দেওয়া থাকত তা ছিল ওই ব্যক্তির অবৈধ কল সেন্টারের। এরপর যুবক-যুবতীদের নানান প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হত। কিভাবে এই প্রতারণা চক্র চালানো হতো খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে আজ বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে। তার পুলিশ হেফাজত চাওয়া হবে।