অবতক খবর,১৮ সেপ্টেম্বরঃ আরবি বছরের ১০ই মহরম কারবালার প্রান্তরে পয়গম্বর মোহাম্মদ এর নাতি ইমাম হোসাইন শহীদ হয়েছিলেন। কিন্তু তারপর টানা 40 দিন তাকে দাফন বা সমাধিস্থ করা হয়নি। শহীদ হওয়ার ৪০ দিন পর তার মৃতদেহ সমাধীস্থ করা হয় ইরাক এর কারবালায়।

এবং ইমাম হোসাইন কে সমাধীস্থ করার পর ইমাম বংশের সমস্ত মহিলাদের 40 দিন পর কারবালা থেকে মদিনায় নিয়ে আসা হয়েছিল।

 

সেই মহরম এর 40 দিন কে স্মরণ করে মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায়ের মানুষজন খালি পায়ে হেঁটে বুক চাপড়াতে চাপড়াতে কারবালার দিকে রওনা হয়।

মুর্শিদাবাদের লালবাগে মহরমের মতোই, মহরমের চালিশা পালন করা হয়। আজ সকালে নিজামত ইমামবাড়া থেকে বের হয়ে আমানিগঞ্জ এর কারবালার দিকে রওনা হয় বহু ধর্মপ্রাণ মানুষেরা।