অবতক খবর,১৭ নভেম্বরঃ আজ লায়ন্স ক্লাব অফ কাঁচরাপাড়া গ্ৰেটারের পক্ষ থেকে ডায়াবেটিস চেকাপ ক্যাম্পের আয়োজন করা হয়। আজ কাঁচরাপাড়া বেল ইনস্টিটিউটের পেছনে অ্যাওয়ারনেস প্রোগ্ৰাম করে লায়ন্স ক্লাব। সেখানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সকল সদস্যরা। এছাড়াও আজ এই ক্যাম্পে দেখা যায় যারা মর্নিং ওয়াক করেন এবং সকালে যারা নিজেদের সন্তানদের স্কুলে পৌঁছে দিতে যান তারাই এই ক্যাম্পে ভিড় করেন।

কয়েকদিন আগেই ডায়াবেটিস ডে ছিল। আর সেই উপলক্ষেই গোটা নভেম্বর মাস জুড়েই চলবে ডায়াবেটিস নিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচার।

যারা আজকের এই ক্যাম্পে ডায়াবেটিস চেকাপ করাতে আসেন,তারাও খুব খুশি হন এবং তারা লায়ন্স ক্লাব অফ কাঁচরাপাড়া গ্ৰেটারকে ধন্যবাদ জানান।

অন্যদিকে এই ক্লাবের সভাপতি বলেন,আজ বেল ইনস্টিটিউটের পেছনে এই অ্যাওয়ারনেস প্রোগ্ৰাম হলো, পরবর্তীতে অন্যান্য জায়গায়ও করা হবে। শুধু তাই নয়,কাঁচরাপাড়া গান্ধীমোড়ে তারা এইরকম একটি অ্যাওয়ারনেস প্রোগ্ৰাম আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন।